দাউদকান্দি প্রতিনিধিঃ—-
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি পৌর সদরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। এদিকে বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মো: জাহাঙ্গীর আলম এবং উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মো: মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা বক্তব্যে অবিলম্বে ড. মোশাররফের মামলা প্রত্যাহারের দাবি জানান। তা নাহলে আগামীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে বলে তারা উল্লেখ করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...