মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা (কুমিল্লা) থেকেঃ—-
চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে গতকাল ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, সঙ্গীতা বস্ত্রবিতান এর মালিক শ্রীধন দেবনাথ এর তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পার্শ্ববর্তী আবদুল লতিফ এর আরও একটি গুদাম এবং ৮টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে চান্দিনা ফায়র সার্ভিস এর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের নির্দিষ্ট কারণ জানাযায়নি। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...