মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা:—-
শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষক কর্তৃক ডিজিটাল উপকরণ তৈরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার লক্ষে অধ্যাপকদের ১২ দিন ব্যাপী প্রশিক্ষণ রবিবার (২০ জানুয়ারী) বিকেলে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টি.টি কলেজ) শেষ হয়েছে।
গত ৯ জানুয়ারী ওই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর রেভিনিউ ফান্ড থেকে প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় ভার বহন করা হয়। প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি কলেজ ও মাদ্রাসার ৩০ জন অধ্যাপক অংশগ্রহণ করেন। এতে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, এ.বি.এম আমিনুল ইসলাম, মো. মিজানুর রহমান, সামসুদ্দিন আহমেদ তালুকদার। প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা আক্তার খানম।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...