লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:—-
কুমিল্লার লাকসাম -নোয়াখালী রেল স্টেশন পথের মনোহরগঞ্জের বিপুলাসার রেল স্টেশন বিগত প্রায় ২বছর ধরে বন্ধ। এখানে জনবলের অভাবে রেল স্টেশনের কোন কার্যক্রম নেই। তবে শাখা রেল পথে চলাচল কৃত লোকাল ট্রেন নিজে নিজে থামে আর নিজে নিজে চলে। এখানে যাত্রীদের টিকিট ক্রয়ের কোন ব্যবস্থা নেই। ফলে বিনা ভাড়ায় আর বিনা টিকিটে যাত্রীরা রেল ভ্রমণ করে থাকে।অপর দিকে অবহেলিত হয়ে পড়েছে রেল স্টেশন। জনৈক এক কর্মকর্তা বাংলাদেশ সময়কে জানান, জনবল সংকট কেটে গেলে সকল স্টেশনের মত পুনরায় বিপুলাসার স্টেশন চালু হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...