ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ——
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৬ জানুয়ারী ১৮ দলীয় জোটের ডাকা হরতালে ব্রাহ্মণপাড়া সিএনজি ষ্টেশনে গাড়ী ভাংচুর করার অভিযোগে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ১৯ জনকে অভিযুক্ত করে বুধবার ১৬ জানুয়ারী চার্জশীট দাখিল করেছেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার এস.আই ইকতার মিয়া এ’প্রতিনিধিকে জানান এজাহার নামীয় অভিযুক্তরা হলেন থানা বিএনপির সাংগঠনিক দায়িত্বে থাকা আমীর হোসেন, যুবলীগের সভাপতি শাহজাহান সাজু, যুবলীগ নেতা কবির হোসেন, ছাত্রলীগ নেতা এমদাদুল হক সবুজ, জাকির হোসেন, মজিবুর রহমান লিটন, শাহ জালাল, শরাফ উদ্দিন, বায়েজিদ, ফারুক হোসেন, জাকির খান সম্রাট, মো: শামিম, মিজানুর রহমান বাবু, আনিছুর রহমান রিপন, আক্তার হোসেন, আসিকুর রহমান, মো: আলী, বিল্লাল হোসেন, সালাউদ্দিন। এর মধ্যে থানা বিএনপির সদস্য সচিব শাহ আলম খোকনকে ঘটনার সাথে জড়িত না থাকায় তার নাম বাদ দিয়ে মহালক্ষীপাড়া গ্রামের সালাউদ্দিনকে অন্তর্ভুক্ত করে চার্জসীট দাখিল করা হয়। এদের মধ্যে ঘটনার দিন থানা যুবদলের সভাপতি শাহজাহান সাজুকে তাৎক্ষনিক গ্রেফতার এবং পরবর্তীতে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এরা বর্তমানে হাজতে রয়েছেন বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...