ওমর ফারুকী তাপস,কুমিল্লা থেকেঃ—–
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ বাজারকে ফরমালিন মুক্ত বাজার ঘোষনা করেছেন। সোমবার সকালে সিটি মেয়র মনিরুল হক সাক্কু ও বাজার পরিদর্শক,ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ইকবাল হোসেন, সিপিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি টিম বাজারে মাছ,শাক সব্জিতে ফরমালিন দেয়া আছে কিনা না তা পরীক্ষা করেন। এতে বাজারে বেশ কিছু টমেেেটা ও মাছ ফরমালিন যুক্ত হওয়ায় সেগুলোকে ধংস এবং ব্যবসায়ীদেরকে প্রথমবারের মতো সতর্ক করে দেয়া হয়। পরে সিটি মেয়র বাজারের ব্যবসায়ীদের সাথে সভা করে রাজগঞ্জ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষনা করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...