শামীমা সুলতানা, দাউদকান্দি (কুমিল্লা) থেকেঃ—-
দাউদকান্দি উপজেলার নিশ্চন্তপুর গ্রামে মায়ের পরকীয়ার ঘটনায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র শিশু শুভ (৮) এর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরকীয়া প্রেমিক শুভকে লেপ চাপা দিয়ে হত্যার কথা ১১ জানুয়ারি শুক্রবার পুলিশের নিকট স্বীকার করেছে শুভ‘র মা খাদিজা আক্তার (৩২)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল ফয়সল স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, উপজেলার নিশ্চন্তপুর গ্রামের দুবাই প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তারের(৩২) সাথে বাড়ির পাশের জাহাঙ্গীর আলমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম খাদিজা আক্তারের ঘরে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। এক পর্যায়ে শিশু শুভ ঘুম থেকে জেগে উঠে দেখে ফেলে। এমতাবস্থায় জাহাঙ্গীর আলম শুভকে লেপ দিয়ে মুখ চেপে ধরে। পরে দেখে শুভ নিস্তেজ হয়ে গেছে। তারা এ হত্যাকা- থেকে রক্ষার জন্য ঘরে সিঁদ কেটে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। একপর্যায়ে কৌশলে প্রেমিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। এ পরকীয়া ও হত্যার ঘটনায় প্রবাসীদের মধ্যে তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে বেশ আতংক দেখা দিয়েছে বলে এলাকার গন্যমান্যরা জানান।