কুমিল্লাঃ—
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের তীব্র চাপ সৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে দিনভর তীব্র যানজট দেখা দিয়েছে। আলেখারচর থেকে দাউদকান্দি পর্যন্ত অন্তত ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জের হাঁড়িখোলা নামক স্থানে দুর্ঘটনায় একটি ট্রাক রাস্তায় উল্টে গেলে দুই দিকে শতশত যাবাহন আটকে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হতে থাকে। তাছাড়া ঘন কুয়াশার কারণে রাতে বিভিন্ন স্থানে থেমে থাকা পণ্যবাহী ট্রাক, ভারি ও হাল্কা পরিবহনগুলো সকালে একযোগে চলাচল করতে শুরু করে।
এ সময় চালকরা আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হতে থাকে।
মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে কুমিল্লার আলেখারচর, ময়নামতি সেনানিবাস, চান্দিনা ও দাউদকান্দিতে যানজটে আটকা পড়ে দূর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। দুর্ঘটনা কবলিট ট্রাকটি উদ্ধার করা হলে বিকেলে যানজট পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে।