সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ—–
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে দিনদুপুরে সন্ত্রাসীরা রিভলবার ঠেকিয়ে মোটর সাইকেল ছিনতাই করেছে। এসময় মোটর সাইকেল আরোহী স্কুলছাত্র তফছির মিয়াকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে জনতা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ২ রাউন্ড গুলি ছুঁেড় ও হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার ধাওয়ার মুখে সন্ত্রাসীরা শেষ পর্যন্ত জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় ছিনতাইকৃত মোটর সাইকেল ও ১টি রিভলবার ফেলে পালিয়ে যায়।
শুক্রবার সকালে পৌর শহরের হালদারপাড়ায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার কামাল মিয়ার পুত্র ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র তফছির মিয়া শুক্রবার সকাল ১০টার দিকে মোটর সাইকেলযোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তার গতিরোধ করে রিভলবার ঠেকিয়ে পালসার-(১৫০ সিসি) মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তফসির বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করলে সন্ত্রাসীরা পর পর ২ রাউন্ড গুলি ও ৩/৪টি হাতবোমার (ককটেল) বিষ্ফোরন ঘটিয়ে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ আশুগঞ্জের তালশহরে গিয়ে মোটর সাইকেল ও রিভলবার উদ্ধার করে। আহত স্কুলছাত্রকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলছাত্র তফসিরের পিতা মোঃ কামাল মিয়া অভিযোগ করে বলেন, শহরের কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী হাসান ও তারিফের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব সাংবাদিকদের জানান, মোটর সাইকেল ও রিভলবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...