লাকসাম (কুমিল্লা)প্রতিনিধিঃ—-
শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। আর প্রচন্ড শীতে দেশব্যাপী অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এনাম মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্পন্দন -এর উদ্যোগে শুক্রবার ১১ই জানুয়ারি কুমিলা¬র লাকসামে শীতবস্ত্র বিতরণ করা হয়। এনাম মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও স্পদন -এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোঃ মোতাহার হোসেন জুয়েল প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকই ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল আবুল, এসমত উল্যাহ ভূঁইয়া, মাওলানা মোস্তফা কামাল, আলহাজ মফিজুল ইসলাম, আবুল খায়ের ভূঁইয়া, মাওলানা মাছুম ভূঁইয়া প্রমুখ। এলাকাবাসী এ মহতী উদ্যোগের জন্য এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রশংসা করেন।
মোঃ আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা