প্রবল শৈত্যপ্রবাহের কনকনে শীতের মাঝেও শিশু-কিশোরদের দুরন্তপনা একটুও দমেনি। হাঁড়ি খুলে নেয়ার পর অবশিষ্ট খেজুরের রসের স্বাদ নিতে দু’কিশোর উঠে পড়ে গাছের ডগায়। ছবিটি ১০ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর থেকে তোলা।
মোঃ আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা