মোঃ আবু বকর সিদ্দিক,স্টাফ রিপোর্টারঃ —-
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর হাই স্কুল খেলার মাঠে তৃতীয় বারের মত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
আ’লীগের ইউনিয়ন সহ-সভাপতি আলী আকবর মেম্বারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোঃ শাহাদাত হোসেন মিঠু, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মজিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস ছালাম ভুইয়া, মজিবুর রহমান, হুমায়ুন কবির ও আল আমিন প্রমুখ। ওই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহনপুর বাজার বন্ধু ক্রিকেট একাদশ ৫৭ রানে কুরুইন টাইগার একাদশকে পরাজিত করেছে।
পরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোঃ শাহাদাত হোসেন মিঠুর উদ্যেগে ২০০শত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...