তিতাস প্রতিনিধিঃ—–
তিতাসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ১০ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার সেতু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বিভিন্ন গ্রামের শীতার্ত দুঃস্থ ও অসহায়দের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সেতু পল্লী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় সেতু কল্যাণ ট্রাষ্টের উক্ত শীতবস্ত্র বিতরণকালে সংস্থার চেয়ারম্যান কামাল হোসেন কালাম, নির্বাহী সচিব মনিরুল হক, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রুমেল মিয়াসহ অলি উল্লাহ, ইসমাইল সরকার ও বাবুল আহমেদ উপস্থিত ছিলেন। উপজেলার কড়িকান্দি ও মজিদপুর ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রামে তালিকা প্রণয়নের মাধ্যমে দুঃস্থ ও অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিনামূল্যে বিতরণ করা হয়।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...