মোশাররফ হোসেন মনির মুরাদনগর (কুমিল্লা) থেকেঃ
মুরাদনগর উপজেলার ধনিরামপুর গ্রামের পশ্চিমে মুরাদনগর-হোমনা সড়কের দক্ষিণ দিকে লাইসেন্স বিহিন অবৈধ একটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়ছারুল ইসলাম সহ বিএসটিআই এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতে এ জরিমানা প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার ধনিরামপুর গ্রামের কৃষি জমিতে অবস্থিত লাইসেন্স বিহিন সম্পুন্ন অবৈধ ইটভাটা মেসার্স এমবিসি ব্রিকসের মালিক মোস্তাক আহম্মেদ বিগত তিন বছর যাবত ক্ষমতাসীন দলের কয়েকজন চিহ্নিত দালালকে হাত করে কোন প্রকার বৈধ কাগজ পত্র ছাড়াই জোরপুর্বক ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিপুর্বে বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট প্রকাশ সহ সংশ্লিষ্ট কয়েকটি দফতর থেকে তাকে নোটিশ প্রদান করলেও সে কোন কর্নপাত না করলে বুধবার বিকেলে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালত করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে। পরে আগামী ১৫ দিনের মধ্যে সকল প্রকার কাগজ পত্র সংগ্রহ করার নির্দেশ প্রদান করে অন্যথায় তার বিরুদ্ধে জেল জরিমানা সহ আরো কঠোর আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে ভ্রাম্যমান আদালতে জানানো হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...