ছাত্রলীগের তাণ্ডবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এসিডে ঝলসে গেলেনঃ আহত ১২

রংপুরঃ—-
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালিয়ে দুইজনকে ‘এসিডে’ ঝলসে দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সকাল সারে ১০টায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে ছাত্রলীগের একাংশ তাদের মাইক ভেঙে ফেলে। মাইকের ব্যাটারিও আছড়ে ফেলে দেয় তারা। এতে ব্যাটারি থেকে এসিড নিক্ষিপ্ত হয়ে দুই শিক্ষকসহ কয়েকজনের শরীর ঝলসে যায়।

ছাত্রলীগের এই অংশটি ভিসির সমর্থক হিসেবে পরিচিত।

জানা গেছে, ভিসিবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক-ছাত্ররা উপাচার্যের ভবনের সামনে মঞ্চ তৈরি করে। সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একই মঞ্চে অনুষ্ঠান আয়োজন করে ছাত্রলীগের একাংশ। মঞ্চ দখল করতে গিয়েই আন্দোলনকারীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। এক পর্যায়ে তার‍া মাইক ও ব্যাটারি ছুড়ে ফেলে ভেঙে দেয়। ব্যাটারির এসিডে শিক্ষক-শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এ সময় আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা দিগ্বিদিক ছুটতে থাকলে আরও ১০/১২ জন আহত হয়।

আহত দুই শিক্ষক হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদ‍ুদ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহম‍ান। তারা ভিসি পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন।

আহত দুই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে পুরো বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করছে।‍

আন্দোলনকারী এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ এ ঘটনা অস্বীকার করেছে। তারা বলেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াতের ইন্ধনে কিছুসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অযৌক্তিক দাবি নিয়ে অস্থিরতা সৃষ্টি করছে। ছাত্রলীগ সন্ত্রাসের বিরুদ্ধে। তারা শিক্ষকের উপর হামলা করবে, এটা অবিশ্বাস্য।

তারা আরও অভিযোগ করে, আহত দুই শিক্ষক তৎকালীন ভিসির সময়ে মাদ্রাসা থেকে পাশ করে এসে চাকরি নিয়েছেন। এ ঘটনাকে তারা সাজানো নাটক বলেও উল্লেখ করে।

এখনো থেমে থেমে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটছে বলে জানা গেছে। এতে আন্দোলনকারীরা একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এজন্য পুলিশকে দু’পক্ষের মধ্যকার স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Check Also

আজ শোকাবহ ১৫ আগস্ট : বাঙালির অশ্রু ঝরার দিন

  কুমিল্লাওয়েব ডেস্ক:– আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালির অশ্রু ঝরার দিন। ১৯৭৫ ...

Leave a Reply