ঘন কুয়াশার আবর্তে দিগি¦দিক হারিয়ে
সে এখন আলেয়ার পিছনে ঘুরছে,
এ মোহ তাকে এতটাই আবিষ্ট করেছে
যেন বিচার ক্ষমতা হারিয়ে শেষপ্রান্তে ।
সনাতনী ধ্যান-ধারণায় অপরের কাঁধে
দোষ চাপিয়ে সে নিজে রাজা সাজে,
ভাবেনা, সময় নেই চলার আগের পথে
রঙ্গচটা কল্পিত কাহিনীর সূত্রমতে।
ওই দেখ, নতুনেরে আলিঙ্গনের প্রত্যয়ে
সামনে ওই নতুনের কেতন উড়ে,
অন্ধকার করে জয় তাদের ভয় নাহি ভয়
তারা জাগায় অবচেতন মানুষেরে।
কবি——মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা