স্টাফ রিপোর্টার কুমিল্লাঃ——
কুমিল্লায় রোটারী ক্লাব অব গোমতী’র আগামী ১ রোটাবর্ষের কমিটি গঠন করা হয়েছে। ২০১৩-১৪ এই ১ রোটাবর্ষের বোর্ড অব ডিরেক্টরসগণ হচ্ছেন- সভাপতি হেলাল আহমেদ, সহসভাপতি রোটারিয়ান মো. শহিদুল্লাহ তালুকদার আরএফএসএম, সহসভাপতি রোটারিয়ান প্রদীপ কুমার সাহা পিএইচএফ, সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মাসুদ মজুমদার, যুগ্ম-সম্পাদক রোটারিয়ান কামাল হোসেন আরএফএসএম, কোষাধ্যক্ষ রোটারিয়ান তাজুল ইসলাম খান খোকন।
পরিচালকবৃন্দ: ক্লাব সার্ভিস রোটারিয়ান সাকিন আহম্মেদ, ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান নিজাম উদ্দিন পাটোয়ারী, কমিউনিটি সার্ভিস রোটারিয়ান এ কে এম অহিদুল্লাহ মজুমদার, আন্তর্জাতিক সার্ভিস রোটারিয়ান মহিউদ্দিন আহমেদ মজুমদার, ইয়ুথ সার্ভিস রোটারিয়ান আবুল কালাম, সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান হাসান নুরুল্লাহ, জয়েন্ট সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান জিয়াউদ্দিন বাবলু, বুলেটিন এডিটর রোটারিয়ান দীপক চন্দ্র সাহা পিএইচএফ, ক্লাব টেইনার রোটারিয়ান পিপি আবু তাহের আরএফএসএম।
বিদায়ী সভাপতি রোটারিয়ান রতন দত্ত, ২০১৪-২০১৫ রোটাবর্ষের নির্বাচিত সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম টিপু পিএইচএফ। পিএজি সিপি রোটারিয়ান আলহাজ্ব আবদুর রহমান পিএইচএফ বোর্ড অব ডিরেক্টরর্সদের নাম ঘোষনা করলে ক্লাব সদস্যগণ তুমুল করতালি দিয়ে নির্বাচিত সদস্যগণকে অভিনন্দন জানান।
রোটারী ক্লাব অব গোমতী’র ২০১৩-২০১৪ রোটাবর্ষের নির্বাচন ক্লাবের নিজস্ব ভেন্যু গোমতী রোটারী সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি রোটারিয়ান ডা. উত্তম কুমার ঘোষ পিএইচএফ।
তাঁকে সহযোগিতা করেন পিপি রোটারিয়ান আবু তাহের আরএফএসএম ও পিপি রোটারিয়ান মোবারক হোসেন সেলিম আরএফএসএম।