মালয়েশিয়া আওয়ামিলীগ এর উদ্যোগে সমবর্ধণা ও নববর্ষ পূর্তি উপলহ্মে আলোচনা সভা

এম.আমজাদ চৌধুরী রুনু,মালয়েশিয়া থেকেঃ
গত রবিবার মালয়েশিয়া আ’লীগ এর উদ্যোগে যশোর জেলা আ’লীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শাহীন চাকলাদার এর এক সমবর্ধণা ও নববর্ষ পূর্তি উপলহ্মে মালয়েশিয়া আ’লীগ এর পূর্ণাগ কমিটি ঘোষনা করা হয়।
মালয়েশিয়া আ’লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে যুগ্ন-সম্পাদক হুমায়ন কবীর ও সাখাওয়াত হোসেন জোসেফ এর যৌথ সঞ্চালনায় হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম এর পবিএ কোরান পাঠ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ শাহীন চাকলাদার যশোর জেলা আ’লীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক , বিশেষ অথিতির বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা শওকত হোসেন পান্না, বীর মুক্তিযুদ্ধা হাজ্বী মতিউর রহমান , রেজাউল করীম রেজা সাবেক ছাএলীগ নেতা ও মালয়েশিয়া আ’লীগ এর সাধারণ সম্পাদক, আজহারুল হক আরজু সাবেক ছাএলীগ সভাপতি ফেনি জেলা অনুষ্টানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া আ’লীগ এর সাংগঠনিক সম্পাদক শাহনি সর্দার।
প্রধান অতিথি মোঃ শাহীন চাকলাদারকে ক্রেষ্ট প্রধান করেন মালয়েশিয়া আ’লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল ও সহ-সভাপতি অহিদুর রহমান অহিদ।
বক্তব্য রাখেন অহিদুর রহমান অহিদ সহ-সভাপতি মালয়েশিয়া আ’লীগ, মোঃ কাইয়ুম সরকার সহ-সভাপতি মালয়েশিয়া আ’লীগ, রাসেদ বাদল যুগ্ন-সম্পাদক মালয়েশিয়া আ’লীগ, মোঃ আবুল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক মালয়েশিয়া আ’লীগ, জহিরুল ইসলাম জহির ভারপ্রাপ্ত সভাপতি ছাএলীগ মালয়েশিয়া, মনসুর আল বাসার সোহেল যুগ্ন আহবায়ক যুবলীগ মালযেশিয়া, এস.এম আবুল হোসেন দপ্তর সম্পাদক মালয়েশিয়া আ’লীগ, নুর মোহাম্মদ ভুইয়া কৃষি সম্পাদক মালয়েশিয়া আ’লীগ, এম.আমজাদ চৌধুরী রুনু তথ্য ও গভেষনা সম্পাদক মালয়েশিয়া আ’লীগ , নাজমুল হোসেন মালয়েশিয়া আ’লীগ নেতা, মোঃ আব্দুল বাতেন মালয়েশিয়া আ’লীগ নেতা, মুরাদ হোসেন মালয়েশিয়া আ’লীগ নেতা অদিত কুমার সেন।
শাখা কমিটি থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সিরাজ সভাপতি জালান ইপু শাখা, শাখাওয়াত হোসেন ওয়াংছা মাজু আ’লীগ, মোঃ কামাল হোসেন কেপং শাখা আ’লীগ, আজিজূল ইসলাম প্রমূহ।
প্রধান অতিথির বক্তিতায় শাহীন চাকলাদার বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী এ পূরনো রাজনৈতিক দল আ’লীগ কে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না কারণ ৫২.৭৯.৭১. সব আ’লীগ এর নেতৃত্বে হয়েছে, বাংলাদেশ আ’লীগ মস্তবড় বটের ন্যয় ধাক্কা দিয়ে ফেলেদেওয়ার মত নয়, আ’লীগ গনতান্ত্রিকভাবে ১৯৪৯ সালে প্রতিষ্ঠালাভ করে আমরা হ্মমতা এসে প্রতিষ্ঠা লাভ করিনাই বিরোধিদল হ্মমতা এসে স্বৈরতন্ত্রভাবে দল গঠিত হয়েছে। জননেএী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দ্বারা অব্যহত রাখার জন্য আগামি নির্বাচনে ও আ’লীগ কে ভোট ্দেওয়ার উদার্থ আহ্ বান জানান প্রবাসীদের । প্রধান অতিথি আরো উল্লেক করেন ১৯৯৬ তে মালয়েশিয়া সরকার অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করেনিয়েছিল আ’লীগ সরকারের আমলে এবার ও মালয়েশিয়া সরকার আমাদের সরকারের সময় আবার ও বৈধতা দিয়েছে এটা ও জননেএী শেখ হানিনার প্রচেষ্টার সফল।
সভায় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ জাকারিয়া সহ-সভাপতি মালয়েশিয়া আ’লীগ, আব্দুল করীম সহ-সভাপতি মালয়েশিয়া আ’লীগ, হাজ্বী আব্দুল ছাওার সহ-সভাপতি মালয়েশিয়া আ’লীগ, হাবিবুর রহমান হাবিব সহ-সভাপতি মালয়েশিয়া আ’লীগ, লিটন আজিজ দেওয়ান শ্রমিকলীগ সভাপতি মালয়েশিয়া।
সমবর্ধণা ও নববর্ষ পূর্তি উপলহ্মে আলোচনা সভায় প্রচুর নেতা কর্মী যোগদেন।
সভায় মালয়েশিয়া আ’লীগ কো-আপ করে একাওর সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়, ঘোষিত কমিটির সভাপতি এ.কে.এম. আলমগীর হোসেন, সিনিয়র সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহীন সর্দার ।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply