কুমিল্লায় গৃহ পরিচারিকার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার কুমিল্লা:—
কুমিল্লায় এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে নগরীরর লাকসাম রোডের যমুনা ব্যাংক ভবনের (ত্রিকাল ভবনের) ৭ম তলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুর দুপুর ১২টার দিকে ত্রিকাল ভবনের ৭ম তলায় মশিউর রহমানের বাসার বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহ পরিচারিকা নাছরীনের (১৮) মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় মশিউর রহমানের স্ত্রী বাসায় ছিলেন না। মশিউর রহমান বার্জার পেইন্টস লি. এর কুমিল্লার এরিয়া ম্যানেজার।

নিহত গৃহপরিচারিকা নাছরীন চাপাইনবাবগঞ্জ জেলার সিদগঞ্জ উপজেলার নাওঘাটা গ্রামের আলতাবের মেয়ে।

কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি বলে জানান তিনি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply