বাংলাদেশের ইন্টারনেট পোর্টাল প্রিয়.কম চালু করেছে তরুণ প্রজন্মের মোবাইল পোর্টাল ‘জটিল’। মোবাইলভিত্তিক এই ওয়েবসাইটে দেশ-বিদেশের প্রতিমুহূর্তের সর্বশেষ সংবাদ ছাড়াও রয়েছে খেলা, বিনোদন, জোকস, উক্তি, অন্য মিডিয়া, ফটো, গসিপসহ ভিন্ন সব আয়োজন। ক্রিকেটপ্রেমীদের জন্য এখানে রয়েছে লাইভ ক্রিকেট আপডেট। জটিল নিয়ে প্রিয়.কমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন জানান, বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। তাদের জন্যই জটিল সাইট তৈরি করা হয়েছে। ইন্টারনেটে তরুণ প্রজন্মের চাহিদার প্রায় সবকিছুই রয়েছে এই সাইটে। ওয়েবসাইটটির ঠিকানা: priyo.com/jotil
—-সংবাদ বিজ্ঞপ্তি