আরিফুল ইসলাম সুমন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ
সরাইল উপজেলা পরিষদের সরকারি গাড়ি নিয়ে ব্যাক্তিগত কাজে প্রায় এক সপ্তাহ যাবত রাজধানী ঢাকায় অবস্থান করছেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও উপজেলা চুন্টা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি নেননি বলে জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১ জানুয়ারী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া তার ব্যাক্তিগত কাজে সরকারি গাড়ি নিয়ে ঢাকায় যান। তার পরিবারের লোকেরা রাজধানী ঢাকায় বসবাস করেন।
রোববার পরিষদের অপর ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন বলেন, শাহজাহান মিয়া প্রায়ই পরিষদের সরকারি গাড়ি নিয়ে ঢাকায় তার বাসায় যান। গত ১ জানুয়ারী তিনি গাড়ি নিয়ে ঢাকায় গেছেন। কিন্তু এখনো ফিরেননি।
রোববার এ বিষয়ে জানতে শাহজাহান মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে গাড়ি চালক মো. হেলাল মিয়া মুঠোফোনে জানান, চেয়ারম্যান শাহজাহান মিয়া কোথায় আছেন তার জানা নেই। হেলাল মিয়া আরো জানান, তিনি বাড়িতে অবস্থান করছেন। গাড়ি উপজেলা পরিষদেই রয়েছে।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান খাঁন বলেন, আমি জানতে পেরেছি ১ জানুয়ারী পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. শাহজাহান মিয়া গাড়ি নিয়ে ঢাকায় গেছেন। এখন পর্যন্ত (৬ জানুয়ারী বিকেল) সরকারি গাড়িসহ তিনি ঢাকায় অবস্থান করছেন। শুনেছি তিনি অসুস্থ। ইউএনও বলেন, সরকারি গাড়ি নিয়ে তিনি (শাহজাহান মিয়া) ঢাকা যাওয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি নিয়েছেন কি না তা আমার জানা নেই।
রোববার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার বলেন, এভাবে সরকারি গাড়ি নিয়ে জেলার বাহিরে যাওয়ার নিয়ম নেই। বিষয়টি আমার জানা ছিল না। খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।