মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টারঃ
চান্দিনায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। মেঘনা গোমতী সেতুর সংস্কার কাজের কারণে গত কয়েকদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ময়নামতি থেকে দাউদকান্দি পর্যন্ত যানবাহনের সংখ্যা কম ছিল। এরই মধ্যে হরতাল হওয়ায় আন্তঃ জেলা পরিবহনগুলোও বন্ধ থাকে। ফলে রাজপথ ছিল সিএনজি চালিত অটোরিক্সার দখলে। হরতালের প্রথম প্রহরেই রবিবার (৬ জানুয়ারী) সকালে চান্দিনাস্থ বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা বিএনপি’র উপদেষ্টা আঃ করিম মাষ্টার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, উপজেলা ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খান, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দিন বাবুল, শহিদুজ্জামান সরকার, শাহজাহান সরকার, মো. কামাল হোসেন, পৌর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুবদল নেতা মনির খান, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ পিয়াল, ছাত্রদল নেতা আরিফ হোসেন, মনির হোসেন, জাকির হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...