মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা ও মা সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গন শিক্ষা বিষয়ক মন্ত্রী ডাঃ আফছারুল আমিন বলেন, শিক্ষার আলো থেকে প্রস্ফুটিত শিশুদের অকালে ঝরে পড়া রোধ করতে হবে। তিনি শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকারের নানান পদক্ষেপের কথা উল্লেখ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বলেন, গুনগত ও কাঙ্খিত শিক্ষার আলো ছড়াতে সততা, আন্তরিকতা ও নিষ্টার সাথে কাজ করতে হবে। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের মহিলা এমপি জোবেদা খাতুন পারুল , উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম, উপ-পরিচালক শাহ্ সুফি আলী রেজা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সাজেদা সুলতানা, ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম, আ’লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুক সহ মা সমাবেশে অংশগ্রহণকারী মা ও অবিভাবক প্রতিনিধিগন প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...