ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) থেকেঃ
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও ঐতিহ্যর ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্দ্যেগে শুক্রবার র‌্যালী, আলোচনা সভা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ছাত্রলীগের নেতা ফখরুল ইসলাম সবুজ ও আলী হোসেনের নেতৃত্বে আয়োজিত র‌্যালীটি ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা সভায় কেক কাটেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খাঁন, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক, জমির হোসেন ঠিকাদার, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের নেতা আবু হেনা মোস্তফা শাহীন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল মোস্তফা মিয়াজী, আলাউদ্দিন রিপন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন, বিল্লাল হোসেন সরকার, সুজন, রোমান সরকার,পলাশ, রাশেদ, জলিল, শরিফ, বিল্লাল, বাপ্পী, ছাত্তার, আরিফ, জুয়েল,জাহাঙ্গীর, রিমন, লিটন, সোহাগ, রনি, মাইনুউদ্দিন, খলিল, নবির হোসেন, সুজন, আলামিন, সফিউল্লাহ্, নজরুল, মামুন, ফারুক, রোমান, রবি, আবু কালাম, নাজমূল, মোশারফ প্রমুখ । এসময় প্রধান অতিথি ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ সেবায় আত্ম নিয়োগ করার জন্য আহবান জানান।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply