শামসুজ্জামান ডলারঃ মতলব উত্তর (চাঁদপুর) থেকেঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছয় চাকা বিশিষ্ট ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (২৫) নামে এক রিক্সা চালক শুক্রবার সকালে মৃত্যু হয়েছে। সে উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এদিকে রিক্সা চালক ইসমাইলের মৃত্যুর সংবাদ দুপুরে এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ছেংগারচর বাজার-শটাকী পাকা রাস্তায় গাছের গুড়ি , ঢালা ফেলে অবরোধ করে রাখে।
গত সোমবার বিকেলে রিক্সা চালক ইসমাইল হোসেন ছেংগারচর বাজার থেকে রিক্সা চালিয়ে শিকিরচর যাচ্ছিলেন। এ সময় বালু ব্যবসায়ী মিজান বেপারীর ছয় চাক্কার বালুবাহী ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে এতে রিক্সা চালক ইসমাইল ট্রাক্টরের চাপায় মারাত্বকভাবে আহত হয়। এরপর তাকে আহত অবস্থায় ওই দিনেই ঢাকায় জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৫দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, আমাদের এই উপজেলার রাস্তাগুলোর পাশকম অন্যদিকে ৬ চাকার ট্র্যাক্টরগুলোর পাশ অনেক চওড়া। ফলে এখানে প্রায়ই এধরনের দূর্ঘটনা ঘটলেও রহস্য জনক কারনে প্রশাসন রাস্তার তুলনায় চওড়া ঘাতক ওইসব ৬ চাকার ট্র্যাক্টরগুলো বন্ধ করছেন না।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ খান মোঃএরফান জানান, ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত বিষয়টি জানা থাকলেও মৃত্যুর খবরটি এখন পর্যন্ত আমি পাইনি। তবে গত সোমবার আহত হওয়ার পর বিষয়টি জেনে তদন্তের জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...