ডা. তাহেরকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার কুমিল্লাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা চৌদ্দ্রগাম থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অন্যায়ভাবে গ্রেফতারের অভিযোগে প্রতিবাদে বুহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর শাসনগাছা থেকে শুরু করে রেইসকোর্স গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর শিবির সভাপতি কামরুজ্জামান সোহেল। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শিবির সেক্রেটারী মনির আহম্মেদ। তিনি বলেন বর্তমান স্বৈরচার সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের প্রিয় নেতা ডা. তাহেরকে গ্রেফতার করেছে। আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ডা. তাহেরকে মুক্তি না দিলে কুমিল্লার ছাত্র জনতাকে সাথে নিয়ে অবরোধ হরতাল সহ কঠোর কর্মসূচীর মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন তুরান্বিত করা হবে। তিনি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় নেতা কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং আগামী দিনের দেশ রক্ষার আন্দোলনে দেশপ্রেমিক ছাত্র জনতাকে ভূমিকা রাখায় উদ্বাত্ব আহবান জানান।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply