মনোহরগঞ্জে দূবৃর্ত্তের কবলে প্রবাসী আ. রাজ্জাক

জামাল উদ্দিন স্বপন, স্টাফ রিপোর্টার কুমিল্লাঃ:
মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের খোরশেদ আলমের ছেলে আব্দুর রাজ্জাক (২২) প্রবাসীকে গত ২৯ ডিসেম্বর রাতের অন্ধকারে হাতিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দূর্বৃত্তরা রক্তাক্ত আহত করে পালিয়ে যায়। ঘটনার সূত্রে জানা যায়, ইতিপূর্বে কিছু অসাধু লোকের সাথে আ. রাজ্জাকের তুচ্ছ ঘটনায় শত্র“তা সৃষ্টি হয়েছিল। এরই জের ধরে ২৪ ডিসেম্বর মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও ঘটনাদিন রাতে দূবৃর্ত্তরা আ. রাজ্জাককে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকেরা প্রবাসী আ. রাজ্জাককে উদ্ধার করে লাকসাম সরকারী হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Check Also

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...

Leave a Reply