লাকসামে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মিভুত ৫ লক্ষ টাকার ক্ষতি

আবদুর রহিম, লাকসাম (কুমিল্লা) থেকেঃ
বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মিভুত হয়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়। উপজেলা আজগরা ইউনিয়নের আসকামতা গ্রামের আবদুল মতিনের ৩টি ঘরে গত বুধবার ভোর আনুমানিক ৪টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষনিকের মাঝে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ৩টি ঘর ভস্মিভুত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মতিনের একটি বসত ঘর , ১টি রান্নাঘর ও ১টি গোয়াল ঘর পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনারস্থলে ফায়ার সার্ভিস পৌছার আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদেরকে সার্বিক সহয়তা প্রদানের আশ্বাস দেন।

Check Also

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...

Leave a Reply