কুমিল্লা প্রতিনিধঃ——
কর্তব্যে অবহেলার কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের তিন প্রকৌশলীকে কারণ দর্শাতে বলা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া-ময়নামতি সড়ক পরিদর্শনের সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দেন।
যোগাযোগ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কের সংস্কার কাজ নির্দেশনা অনুযায়ী না হওয়ায় এবং মন্ত্রণালয়ের সভায় সঠিক তথ্য না দেয়ায় কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন এবং ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দিতে বলেন মন্ত্রী।
একইসঙ্গে অন্যান্য জোন থেকে সরঞ্জাম এনে অবিলম্বে এ সড়কের সংস্কার কাজ শেষ করতে প্রকৌশলীদের নির্দেশ দেন মন্ত্রী।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...