আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, অনেক চড়াই উৎড়াই পেরিয়ে জাতীয় পার্টি আজ ২৭ বছরে পদার্পন করেছে। দেশের গনতন্ত্র উত্তোরনের লক্ষ্যেই পল্লী বন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন। কিন্তু ৯০ সালে রাজনৈতিক পট পরিবর্তনের কারনে জাতীয় পার্টি পিছিয়ে পড়ে। ষড়যন্ত্রমূলক ভাবে পল্লী বন্ধু এরশাদকে দীর্ঘ ছয় বছর কারাগারে রাখা হয়। সেখানে তাকে নির্মম ভাবে অবর্ণনীয় নির্যাতন করা হয়। এ দেশের মানুষ দুই নেত্রীকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুই নেত্রীর দেশ পরিচালনায় জনগন আজ দিশেহারা। দেশের মানুষ সাবেক সফল রাষ্ট্রপতি ৬৮ হাজার গ্রাম বাংলার প্রিয় নেতা পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্যে জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতা- কর্মীকে এখন থেকে মাঠে ময়দানে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকেলে সরাইলে জাতীয় পার্টির ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জিয়াউল হক মৃধা এসব কথা বলেন।
সরাইল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আজিজ আহমেদ, জেলা কমিটির সদস্য তৌহিদুল ইসলাম, জাপা নেতা ফজলুল হক মৃধা, কালীকচ্ছ ইউপি জাতীয় পার্টির আহবায়ক মো. রতন মিয়া, সদর ইউপি জাতীয় পার্টির আহবায়ক মো. হাফিজুল ইসলাম, জাপা নেতা দুর্গা চরণ দাস, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মো. এমদাদুল হক ছালেক, অধ্যাপক জিয়াউর রহমান লাভলু, জাতীয় ছাত্র সমাজ নেতা মো. উজ্জল মিয়া, মো. মজিদ বক্স, মাহফুজ মিয়া, বিল্লাল মিয়া প্রমূখ। সভা শুরুর আগে নেতা-কমীদের উপস্থিতিতে কেক কাটেন প্রধান অতিথি।
এর আগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য জিয়াউল হক মৃধার নেতৃত্বে জাতীয় পার্টির সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের অংশ গ্রহণে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে মঙ্গলবার জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সরাইলে নেতা-কর্মীদের মাঝে ছিল এক উৎসবের আমেজ। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা উপজেলা সদরে স্থানীয় কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় এসে জড়ো হতে থাকেন। এসময় তারা (নেতা-কর্মীরা) তাদের প্রিয় নেতা জিয়াউল হক মৃধার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতা-কর্মীরা দাবি করেন, আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ব্যানারে জিয়াউল হক মৃধা দ্বিতীয় বারের মতো এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...