মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) থেকেঃ
মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে শিক্ষা বর্ষের প্রথম দিন মুরাদনগর উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা বেগম। এ উপলক্ষে মুরাদনগর নুরুন্নাহার বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা বেগম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রঞ্জন মজুমদার. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আ: করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা। সভাশেষে প্রধান অতিথি এ বিদ্যালয়ের ৬ষ্ঠ-৯ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরন করেন।