নয়া বছরে লাকসামে নতুন বই বিতরণ

লাকসাম / ০১ জানুয়ারী (কুমিল্লাওয়েব ডটকম)——
নয়া বছরে মঙ্গলবার লাকসামে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহগীর আলম উপজেলার নশরতপুর, গোবিন্দপুর, ইছাপুরা ও পশ্চিমগাঁও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রশিদ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম তোতা, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা কামাল কাজল, শাহজাহান মজুমদার, নুরুল হক, ডাঃ দিদারুল আলম প্রমুখ।
একইদিন সকালে পৌরসভার গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান মজুমদার। বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির জেষ্ঠ্য সদস্য সাংবাদিক মশিউর রহমান সেলিম, শ্রমিক নেতা রুহুল আমিন সর্দার, অভিভাবক শওকত আলম সেলিম, শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম আব্বাসী প্রমুখ। সমাবেশে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের প্রতিশ্রুত বহুতল ভবনের নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবী জানান। উল্লেখ্য, বিদ্যালয়টি গত বছর পিএসসি পরীক্ষায় এ+সহ শতভাগ এবং সদ্য প্রকাশিত ফলাফলে ৮ জন এ+ ও ১৩ জন এ গ্রেডসহ শতভাগ পাশের গৌরব অর্জন করে।

মোঃ আবদুর রহিম
লাকসাম, কুমিল্লা

Check Also

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...

Leave a Reply