সৃষ্টির জন্মলগ্ন থেকে মহান রাব্বুল আলামীনের ইচ্ছায়,নতুন বছর আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে অনেক আশা উদ্দীপনা নিয়ে। অন্যদিকে, পুরাতন বছর চলে যাওয়ার সাথে সাথে মানুষের সব হতাশা গ্লানী -ব্যর্থতা দূর হয়ে যাক -এই কামনায় প্রহর গুনে মানব জাতি। নতুন বছরে প্রথমে আমাদের যা ভাবতে হবে তা হল সম্পর্কের বন্ধন সুদৃঢ় করা। প্রথমে পরিবার -সমাজ -রাষ্ট্র -বর্হিবিশ্ব -step by step – বন্ধন সুদৃঢ় করতে হবে। কাউকে শুভেচ্ছা জানানোর ব্যাপারে আমরা যেন কার্পন্য বোধ না করি। শিশু কিশোর বয়স থেকে অন্যকে শুভেচ্ছা দেওয়ার practice করানো জরুরী তাতে করে বড় হলেও তাদের এই অভ্যাসটা রয়ে যাবে।একজনের প্রতি আর একজনের একটু শুভেচ্ছা – একটা মানুষের জীবনে অনেক সফলতা এনে দিতে পারে। অন্যকে দিয়ে যেটা আশা করি সেটা কেন নিজের মধ্যে চর্চা করব না ? আমরা একটু ভাবি নতুন বছরে, আমাদের সারা বছরের planning টা কেমন হবে ? আর শিশু কিশোরকেও তা ভাবাতে শেখাতে হবে। মনের কষ্ট – হতাশা ভুলে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটু আনন্দ করতে যেন ভুলে না যাই, পরিবারের শান্তি সুদৃঢ় করার স্বার্থে। আজ যারা আমাদের পরিবারে এবং পরিবারের বাইরে যারা অসুস্থ / দীনহীনভাবে জীবনযাপন করছে – নতুন বছরে আমরা তাদের পার্শ্বে কিভাবে উপস্থিত হব ? একটু না হয় ভাবি ? আর তা পারিবারের ছোটদেরকে শিখাই।
আজ সারা বিশ্বে দাঙ্গা -হাঙ্গামা, অবিচার, কে কাকে কিভাবে অপমান করবে, কারো উন্নতি দেখে কিভাবে পেছনে টেনে ধরা যায় ? কারো ভাল কাজে উৎসাহ না দেখিয়ে বরং কিভাবে নিরুৎসাহিত করা যায ? যেন এই সবেরই practice চলছে সারা বিশ্বে। আমরা প্রতিটা মানুষ যদি চিন্তা করি অন্যের উন্নতি দেখে আমি কতবার স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছি , ঐ মানুষটিকে ধন্যবাদ জানিয়েছি । তাহলে অন্যকে শুভেচ্ছা দেওয়ার অভ্যাসটা দিনে দিনে বৃদ্ধি পাবে। এভাবে প্রতিটা মানুষের কর্মের সফলতা বৃদ্ধি পাবে।
আর প্রতিটা মানুষের মধ্যে কোন না কোন গুন আল্লাহপাক দিয়েছেন। আমরা হীনমন্যতা দূর করে নিজের ভিতরের গুনটাকে যত্বের সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর অন্যের গুনকে সমাদৃত করি।
কাউকে উপহার / শুভেচ্ছা দেওয়ার জন্য বই উত্তম মাধ্যম । নতুন বছরের শুভেচ্ছা দেয়ার জন্য শিক্ষনীয় বই আমরা সবাইকে দিতে পারি। তাতে দিনে দিনে আমাদের সকলের বই পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে । এই নতুন বছরে এই বিশ্ব শান্তিতে ভরে উঠুক। ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি পাক। সহিংসতা দূর হোক। আমরা সবাই সৎ পথের সাধক হই। আমাদের ভিতর থেকে উগ্রতা দূর হোক। সবাই সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই।সবাই সবার জন্য দোয়া করি , যেন আমরা শান্তির বিশ্ব গড়তে পারি।
কাজী কোহিনূর বেগম তিথি
লেখিকা এবং সমাজকর্মী
kazitithi@gmail.com