“ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আনসার ও ভিডিপি’র ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত”


রোববার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স-এর হল রুমে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন সমাবেশ/১২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম; সমাবেশে সভাপতিত্ব করেন রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার উপজেলা প্রশিক্ষক ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিঃ দাঃ) রতন কুমার রায়; রাজারহাট ইউনিয়নের ভিডিপি দলনেতা মোঃ আজিজুল হক ও ভিডিপি দলনেত্রী শ্রী মতি অন্জু রানী। সমাবেশটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা রাঙ্গা।
উল্লেখ্য যে, কুড়িগ্রামের নয়টি উপজেলার প্রতিটি ইউনিয়নে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত ২৩ ডিসেম্বর ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন সমাবেশে মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। ২৪ ডিসেম্বর ভূরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নে; ২৬ ডিসেম্বর চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ও রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে এবং ২৭ ডিসেম্বর রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন ও ৩০ ডিসেম্বর উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ৩১ ডিসেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রতিটি ইউনিয়নের ১০০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে উপস্থিত সদস্য-সদস্যাদের মধ্যে পুরষ্কার সামগ্রীও বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply