চান্দিনা (কুমিল্লা) / ৩০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ আসন্ন এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণে জালিয়াতি করছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা নিয়ে নির্বাচনী পরীক্ষায় ২ থেকে ৩ বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদেরও ফরম পূরণের সুযোগ করে দিচ্ছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্র-ছাত্রীরা।
অভিযোগে আরও বলা হয়, সাধারণ ছাত্র-ছাত্রীদের নম্বর কমিয়ে পরীক্ষায় অকৃতকার্য করে ফরম পূরণ করা থেকে বঞ্চিত করছে। এতে এইচ.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পেরে সাধারণ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ বিঘ্নিত হবে। অভিযোগে কলেজের জালিয়াতি রোধ করতে আবেদন জানানো হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুস সালাম ও উপাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া’র ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করলেও তারা ফোন রিসিভ করেন নি।
মাসুমুর রহমান মাসুদ
চান্দিনা (কুমিল্লা)