খিলা জয় স্মৃতি টিভি কাপ ব্যাডমিন্টন টূর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লাকসাম / ৩০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
শনিবার সন্ধ্যায় খিলা শহীদ আবু জবায়ের জয় স্মৃতি সংসদের উদ্যোগে জয় স্মৃতি টিভিকাপ ব্যাডমিন্টন টূর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল খালেক দয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি ও পপুলার গ্র“প অব ইন্ড্রাষ্ট্রিজ প্রাঃ লিঃ এর জি.এম মোঃ মাহমুদুল হাসান রোম্মান। বিশেষ অতিথি ছিলেন লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যন আলহাজ্ব মীর মো. আবু বাকার, লাকসাম ইলেকট্রনিক্স এর সত্তাধিকারী মোঃ মাহবুবুর রহমান, হুমায়ুন কবির মির্জা, কুয়েত প্রবাসী মিজানুর রহমান মিশু, উত্তরা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মাসুদ আহমেদ, হোসেন মেম্বার, মাসুদ মেম্বার, হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন শিপন,মক্তুল, পলাশ, বাবুল ও স্বপন। সার্বিক তত্ত্বাবধান করেন মো. মোজাম্মেল হক মন্টু, আয়োজনে নাহিদ, বাবু, মাহমুদ, মিলন, দিপু প্রমুখ। আমন্ত্রিত অতিথিরা বিজয় দলের মাঝে পুরস্কার বিতরন করেন।

আবদুর রহিম
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

Check Also

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...

Leave a Reply