কবি ফখরুল হুদা হেলালকে গণমাধ্যম সভার সংবর্ধনা

কুমিল্লা / ৩০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা পদক ও রাইটার্স ফাউন্ডেশন কর্তৃক কমি সম্মাননা প্রদান উপলক্ষে কবি ফখরুল হুদা হেলালকে সংবর্ধনা দিয়েছে গণমাধ্যম সভা কুমিল্লা। শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল কনফারেন্স কক্ষে আয়োজিত ওই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কুন্ডু গোপীদাস। কুমিল্লা সিসিএন কলেজের অধ্যক্ষ ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিেিশষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু , সাংবাদিক ওমার ফারুকী তাপস।
গণমাধ্যম সভার সদস্য সচিব সাংবাদিক এনামূল হক ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন টেড ইউনিয়ন কুমিল্লা কেন্দ্রের সভাপতি কমরেড আনোয়ার হোসেন, খেলাঘর কুমিল্লা জেলা কমিটির সভাপতি নৃপেন চক্রবর্তী, সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, গণমাধ্যম সভার আহবায়ক সাংবাদিক এম. ফিরোজ মিয়া, আজাদ সরকার লিটন, শরিফ আহমেদ অলি, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি মোরশেদুল হাসান ভূইয়া প্রমুখ। গণসংবর্ধনার জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি ফখরুল হুদা হেলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন-যোগ্য লোকদের সম্মান জানানোর চর্চা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজে যোগ্য লোকের সৃষ্টি হয়। যোগ্য ব্যাক্তিদের অশ্রদ্ধা করার প্রবণতা কমাতে হবে। তারা বলেন, কুমিল্লার শিল্প সাহিত্য সংগীত ও সংস্কৃতির রূপকার এ কুমিল্লার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। যোগ্যদের সম্মান জানানোর মধ্যদিয়ে এ কাজের একটা বড় ধাপ তৈরী কার যায়। এতে নতুনেরা আকৃষ্ট হবে।
অনুষ্ঠানে কবিকে ফুলের তোড়া , স্মরণিকা ও উত্তরীয় দিয়ে অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়। কবিকে উত্তরীয় পড়িয়ে দেন গণমাধ্যমের আহ্বায়ক সাংবাদিক এম. ফিরোজ মিয়া।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply