দেবিদ্বার / ৩০ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদাযাপনের প্রস্তুতি নিয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রদল। শনিবার সন্ধায় দেবিদ্বারের সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেবিদ্বারস্থ বাসভবনের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি বেগম মাজেদা আহসান মুন্সি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট ফরিদ উদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক সুলতান কবির আহমেদ, উপজেলা বিএনপি নেতা শাহাজ উদ্দিন (সাজু চেয়ারম্যান), পৌর যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ মাহফুজ, পৌর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম নিজামী, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম সুমন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন ও আবুল বাশার প্রমুখ।
ওই সভায় বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...