ঢাকা / ২৯ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সপ্তমবারের মতো সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ১৯তম কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতেই আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। অ্যাড. রহমত আলীকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির নির্বাচনের লক্ষ্যে।
শেখ ফজলুল করিম সেলিম প্রথমে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন , এতে সমর্থন জানান সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফের নাম প্রস্তাব করেন মাহবুব-উল-আলম হানিফ, এতে সমর্থন জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ওই দুটি প্রস্তাবেই বিকল্প নাম না থাকায় বিপুল করতালির মাধ্যমে সম্মতি জানান বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতারা।