চান্দিনা (কুমিল্লা) / ২৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
কুমিল্লা-৭ (চান্দিনা ও আংশিক বরুড়া) নির্বাচনী এলাকার চিতড্ডা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল এর সম্মেলন শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে চিতড্ডা ইউনিয়ন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বরুড়া উপজেলা মহিলা দলের আহবায়ক শাহিনা মমতাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, চান্দিনা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, ওই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল মোমিন, সহ-সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, চান্দিনা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন কানন, ওই ইউনিয়ন স্বেচ্ছাসেক দল আহবায়ক মো. শাহজালাল প্রমুখ। পরে আমেনা বেগমকে সভাপতি এবং আয়েশা আক্তারকে সাধারণ সম্পাদক করে চিত্তড্ডা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
মাসুমুর রহমান মাসুদ
চান্দিনা (কুমিল্লা)