ব্রা‏হ্মণপাড়ায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

ব্রা‏হ্মণপাড়া / ২৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
ব্রা‏হ্মণপাড়া উপজেলার নাইঘর ইউনিটি কিন্ডারগার্টেনে শুক্রবার ২৮ ডিসেম্বর বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ফুল ব্রাইট স্কলার) এম. আই এস ডিপার্টমেন্টের অধ্যাপক মো: আনিসুর রহমান জুয়েল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রা‏হ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণপাড়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুলের অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন বিশ্বাস, পরিচালনা করেন স্কুল সভাপতি ফোরকান আহমেদ সবুজ, উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য তাজুল ইসলাম, নাজমুল হাসান, আতাউর রহমান, নাছির উদ্দিন, আবুল কালাম, উজ্জল চন্দ্র শীল, কামরুল হাসান, আনোয়ার হোসেন, রাসেল, রোমান, শাহজাহান, সাদেকুর রহমান, ডা: আলীম, দুলাল, মহালক্ষীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন, জিয়া উদ্দিন, নবির হোসেন, ডা: ইউনুস, বিশিষ্ট সমাজ সেবক আ: কাদের সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ। অনুষ্ঠানে এলাকার রতœ হিসেবে সংবর্ধিত অতিথিকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তিনি উক্ত বিদ্যালয়ে ১টি কম্পিউটার প্রদান করেন এবং তার দাদার নামে ১টি কল্যাণ ট্রাষ্ট উদ্বোধনের ঘোষনা দেন। এসময় ওই বিদ্যালয়ের ১১জন কৃতি শিক্ষার্থীকে নগত অর্থ ও সনদ পত্র বিতরণ করা হয়।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply