তিতাস / ২৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
তিতাসে জেএসসি, জেডিসি, পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি’তে ২০২৬ জনের মধ্যে ১৮৫৮ জন পাস করেছে, শতকরা পাশের হার ৯৩.১৯, জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ৯টি মাদ্রাসা থেকে জেডিসি’তে ৫৫২ জনের মধ্যে ৪৬১ জন পাস করেছে, শতকরা পাশের হার ৮৩.৫১, তবে কোন জিপিএ-৫ নেই। পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনীতে ৩৯৫৭ জনের মধ্যে ৩৭৫৬ জন পাস করেছে, শতকরা পাশের হার ৯৯.৮১, জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন। এবতেদায়ীতে ৪৮১ জনের মধ্যে ৪০৭ জন পাস করেছে, শতকরা পাশের হার ৯৯.৭৯, জিপিএ-৫ পেয়েছে ৪ জন।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি