তিতাস / ২৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার বাদ আসর থেকে সারা রাত ব্যাপী উত্তর আকালিয়া শাহী ময়দানে ২০তম মহা সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নাছির মুন্সীর সভাপতিত্বে উক্ত মহা সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরতুল আল্লামা শায়খ খন্দকার গোলাম মওলা নক্শ বন্দী (গর্ভনর ইসলামী ফাউন্ডেশন ও বিটিভি ভাষ্যকার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহেনুমায়ে শরিয়ত ও তরিকত পীরে কামেল হযরতুল আল্লামা মাওলানা আমিনুল ইসলাম জালালী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান আল-কাদ্রী, বিশেষ বক্তা সেকান্দর হোসেন আল-কাদ্রী সহ আরো অনেকে উপস্থিত থাকবেন। পীরজাদা আলহাজ্ব মহিউদ্দিন সুফী আল-কাদ্রী পরিচালনায় উক্ত সম্মেলনে সার্বিক তত্ত্বাবদান করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আলম সরকার। উত্তর আকালিয়া গ্রামবাসীর পক্ষ থেকে সকল ধর্ম প্রাণ মুসলমানদেরকে সুন্নী মহা সম্মেলনে আমন্ত্রন জানানো হয়েছে।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি