ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় পাশের হার ৯৯.৩৭% ইবতেদায়ীতে ৮৪.৭৭%

ব্রাহ্মণপাড়া / ২৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
দেশব্যাপী বৃহস্প্রতিবার ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিক প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষার ফলাফলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক সমাপনীতে ৯৯.৩৭% ও ইবতেদায়ীতে ৮৪.৭৭% অর্জিত ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্তকর্তা সহ শিক্ষা সংশ্লিষ্টরা।
বৃহস্প্রতিবার ২৭ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খাঁন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের নিকট ফলাফল হস্তান্তর করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়–য়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৫০৯৯ জন। এরমধ্যে ৪৯১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৮৮৮জন। জিপিএ-৫ পেয়েছে ২৩৯জন, এ-পেয়েছে ১৪৮৮জন, এ(-)মাইনাছ পেয়েছে ১২১৪জন, বি-পেয়েছে ১০৬১ জন, সি-পেয়েছে ৮০০জন, ডি-পেয়েছে ৮৬জন। অনুপস্থিত ছিল ১৮০জন, অকৃতকার্য হয়েছে ৩১জন। পাশের হার ৯৯.৩৭%। অপরদিকে উপজেলার ২৩টি মাদ্রাসার অংশগ্রহনে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮৪৭জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭২৭জন। মোট পাশ ৭১৮জন। অনুপস্থিত ১২০জন এবং অকৃতকার্য হয়েছে ৯জন। পাশের হার ৮৪.৭৭%। প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার এ প্রতিনিধিকে বলেন, পূর্বের চেয়ে এবারের ফলাফল অনেক ভাল। শিক্ষা সংশ্লিষ্টরা তাদের চেষ্টা অব্যাহত রাখলে আগামীতে এ ফলাফল ১০০% হবে বলে আমি আশা করি।

মিজানুর রহমান সরকার, ব্রা‏হ্মণপাড়া ॥

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply