কুমিল্লা / ২৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে কুমিল্লা জেলায় পাসের হার ৯৮.২৩ ভাগ। এবার এ জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬শ ৪৮ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩শ ৮১ জন ছাত্র এবং বাকী ৪ হাজার ২শ ৬৭ জন ছাত্রী রয়েছে।
এ বছর কুমিল্লা জেলায় অংশ নেওয়া ১ লক্ষ ৬ হাজার ৪শ ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লক্ষ ৪ হাজার ৫শ ৬৮ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৮শ ৮৩ জন শিক্ষার্থী। কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৯৮.৩৮ শতাংশ ছাত্র ও ৯৮.১২ শতাংশ ছাত্রী। জেলায় ৯৯.৯১% হারে সর্বোচ্চ কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও বুড়িচং উপজেলা যুগ্মভাবে শীর্ষ তালিকায় রয়েছে। অপর দিকে ৯১.৬৫% হারে সর্বনিন্ম তালিকায় রয়েছে হোমনা উপজেলা।
কুমিল্লা জেলায় এবতেদায়ী মাদ্রাসায় ১৬ হাজার ৪শ ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫.৮৩% হারে পাস করেছে ১৫ হাজার ৭শ ৩৯ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৩ জন শিক্ষার্থী। সর্বোচ্চ পাসের হার তিতাস উপজেলায় ৯৯.৭৫ শতাংশ এবং সর্বনিন্ম পাসের হার মুরাদনগর উপজেলায় ৮৯.১৬ শতাংশ।
মোঃ আলাউদ্দিনঃ