ব্রাহ্মণবাড়িয়া / ২৭ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুরুহিতপুকুর পাড় থেকে ক্ষতবিক্ষত গৃহধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টায় কসবা উপজেলা গুরহিত পূর্ব পাড়াপুকুরের পাড়ে আবু কায়সারের স্ত্রী দু’সন্তানের জননী হাসিনার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে প্রেরন করে।
নিহতের স্বামী আবু কায়সার জানান’ বুধবার বিকেলে তার স্ত্রী হাসিনা বেগম হাটাহাটি করতে কসবা সদর ইমাম পাড়া ভাড়াটিয়া বাসা থেকে বের হয়। পরে বাসায় ফিরে না আসলে তাকে খোঁজাখোজি করে পায়া যায়নি। বৃহস্পতিবার তার লাশ পাওয়া গেছে।
এ ব্যাপারে কসবা থানার অফিসার্জ ইনচার্জ মোঃ বদরুল আলম তালুকদার জানান এটি একটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া।