চান্দিনা / ২৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, খেলাফতে ইসলামী’র আমির মুফ্তী ফজলুল হক আমিনী’র স্মরণে বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে ইসলামী ঐক্যজোট কুমিল্লা উত্তর জেলা শাখার আয়োজনে চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী ঐক্যজোট চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফ্তী মাহমুদুল হাসান কাসেমী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মুফ্তী ফজলুল হক আমিনী’র জামাতা কেন্দ্রীয় ইসলামী যুব খেলাফত সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ইসলামী ছাত্র খেলাফতর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহম্মেদ, চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মাওলানা মুফ্তী বশির উল্লাহ্, মাওলানা আবদুল মতিন, মাওলানা ইসমাইল বিন সৈয়দ, ইসলামী ঐক্যজোট চান্দিনা শাখার সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা রুহুল আমিন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম, চান্দিনা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ। আলোচনা সভা সঞ্চালন করেন মো. ছিদ্দিকুর রহমান খান। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত হয়।
মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা