তিতাস (কুমিল্লা) / ২৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সামছুল হকের পিতা হাজী রুক্কু মিয়া সরকার (৮১) মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ীতে যাওয়ার পথে বাতাকান্দি-মোহনপুর সড়কে অটোবাইকের ধাক্কায় আহত হন। আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ১১টায় উপজেলার পুরান বাতাকান্দি রেজিঃ বেসরকারী বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন।
নাজমুল করিম ফারুক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি