বুড়িচং (কুমিল্লা) / ২৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
বুধবার বুড়িচং মডেল একাডেমীর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ মোঃ আবু তাহের, নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, বুড়িচং ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক মোঃ আবদুল আউয়াল। একাডেমীর সহকারী শিক্ষক আজম ফেরদাউসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মডেল ট্রাস্টের সদস্য ফয়েজ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন হোসাইন রেজা, সহকারী শিক্ষক মোঃ ফারুক চৌধুরী, অভিভাবক মোঃ সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান সেলিম, লুৎফুন নাহার প্রমুখ। পরে লালমাই থিয়েটারের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জাকারিয়া খান সৌরভ, বুড়িচং থেকে