চান্দিনায় পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মত বিনিময় ও উপহার বিতরণ

চান্দিনা / ২৬ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর চান্দিনার শাখার পল্লী উন্নয়ন প্রকল্প এলাকা-০৬ এর হারং গ্রামের হযরত মা হালিমা (রা.) কেন্দ্রর সাপ্তাহিক মিটিং কার্যক্রম পর্যবেক্ষণ ও সদস্যদের সাথে ব্যাংকের কার্যক্রম সম্পর্কে মত বিনিময় করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান আবদুর রহমান বানার্জী। বুধবার (২৬ ডিসেম্বর) ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রের দুই জন সদস্যের নবজাতকদের দেখতে যান তিনি এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চান্দিনা শাখার এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান সরকার ও পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. মকবুল হোসাইন প্রমুখ।

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply